Advertisement

'ED, CBI কেসে...', Constitution Bill 2025 নিয়ে Mamata এর সুরে Adhir Chowdhury

বুধবার ১৩০তম সংবিধান সংশোধনী বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার বিরোধিতা করলেন অধীর চৌধুরী। তিনি বলেন,'এই বিলের মাধ্যমে স্বৈরাচারী মানসিকতা প্রকট হচ্ছে। ৩০ দিন বেঁধে দিলে দেশে বিচারব্যবস্থা থাকার কী দরকার? রাহুল গান্ধী ভোটচুরি নিয়ে সরব হয়েছেন। নজর ঘোরাতেই বিল আনা হয়েছে। কোনও কেসে কাউকে ৩০ দিন রেখে দিতে হবে। গল্প শেষ'।

Advertisement
POST A COMMENT