Advertisement

অনুপ্রবেশকারীদের নিয়ে প্রথম সরব হয়েছিলেন Mamata-ই, অটল-যুগ মনে করালেন Adhir Chowdhury

'ভারতের রাজনীতির সবার আগে অনুপ্রবেশকারী তত্ত্ব এনেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। অটলবিহারী বাজপেয়ীর সরকারে থাকার সময়ে তিনিই প্রথম অনুপ্রবেশকারী ভোটার তত্ত্বের জননী। এখন তিনিই অনুপ্রবেশকারীদের পক্ষে সওয়াল করছেন। বাংলাভাষী ও বাংলাদেশিকে মিলেমিশে একেকার করে দিয়েছেন মমতা'। দাবি করলেন অধীর চৌধুরী।

Advertisement
POST A COMMENT