'একটা-দুটো নয়, বাংলায় হাজার হাজার মৃত ভোটার আছে। এটার জন্য গবেষণা করতে হবে না। এই বাংলায় ভোটের কারচুপি হয়, সবাই জানে'। তৃণমূলকে নিশানা করলেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। সেই সঙ্গে আবারও মোদী-দিদি আঁতাঁত তত্ত্ব দিলেন।