'কে কার থেকে বড় চোর? সেই লড়াই চলছে বিধানসভায়। মানুষের কথা নিয়ে আলোচনা হচ্ছে না। স্বাস্থ্য, শিল্প, রুটি রুজি নিয়ে কোনও আলোচনা নেই। সবাই চোর। মহারাজ সাজার চেষ্টা করো না'। বিধানসভায় বিশৃঙ্খলা নিয়ে প্রতিক্রিয়া দিলেন অধীর চৌধুরী। Adhir Chowdhury reacts to west Bengal assembly chaos, Who is a bigger thief than whom? That fight is going on in the vidhan sabha. People's issues are not being discussed. There is no discussion about health, industry, livelihood.