এ রাজ্যে কি ভোটার তালিকায় সংশোধন চাইছেন অধীর চৌধুরী? তিনি বললেন,'বাংলায় ভূতুড়ে ভোটারের অভাব নেই। পঞ্চায়েত থেকে আছে। জেতার জন্য করে রেখেছেন তৃণমূল নেতারা'। সেই সঙ্গে লোকসভায় ভোটে হারের জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুললেন অধীর। তাঁর কথায়,'তৃণমূল বলেছিল হিন্দুরা একজোট হও। ভোটের আগে দাঙ্গা লাগাও'।