Advertisement

Adhir Chowdhury-Attack on ED: সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর হামলা, হিন্দু-মুসলমান টেনে বিজেপিকে তোপ অধীরের

সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় বিজেপির বিরুদ্ধে হিন্দু-মুসলমান টেনে আনার অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, 'রোহিঙ্গা জড়িত নাকি কোথাকার কে জড়িত আছে সেটা আমি বলতে পারব না। বিজেপি এখন এই ঘটনাকে নিয়ে তাল পাকানোর চেষ্টা করছে, হিন্দু-মুসলমান করার চেষ্টা করছে। একটাই কাজ ওদের। সে যেই হোক না কেন, সে ভারতের আইন ভাঙছে। সেটাতে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে শিখ, কে রোহিঙ্গা, এটা বাছার মধ্যে দিয়ে রাজনীতির সমীকরণ বদলানোর চেষ্টা করছে বিজেপি।' যদিও অধীরের অভিযোগ, প্রশাসন সক্রিয় না হওয়ার কারণে এই ঘটনা ঘটেছে।

Advertisement
POST A COMMENT