ভোটার তালিকায় সংশোধন নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেছিলেন, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এবার একই সুর কংগ্রেস নেতা অধীর চৌধুরীর গলাতেও। তিনি বললেন,'নির্বাচন কমিশনের ফরমানে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত হবে গরিব মানুষ। লক্ষ লক্ষ মানুষের ভোট দেওয়ার অধিকার হরণ হবে'।