'এর আগে বাংলায় জয় শ্রী রাম, জয় শ্রী রাম করে ঠকেছে বিজেপি। তাই শুধরেছে তারা। এই বাংলায় রামই কৃষ্ণ। যুগ যুগ ধরে বাংলায় মাতৃশক্তির বন্দনা করা হয়ে এসেছে। বাঙালির সঙ্গে দুর্গার আত্মিক সম্পর্ক। যেটা মার্কেটে খাবে, সেটাই স্লোগান হবে'। বললেন অধীর চৌধুরী।