'ইমামদের সংগঠন বলছে, ইমামভাতা দেওয়ার নামে পোর্টাল খুলছে পশ্চিমবঙ্গ সরকার। মসজিদে ঠিকমতো নমাজ পড়া হচ্ছে কিনা, সেই ছবি পোস্ট করতে হবে ওই পোর্টালে। সেই সঙ্গে জমা দিতে কাগজপত্র, দলিল দস্তাবেজ। নতুন করে মসজিদের উপর নিয়ন্ত্রণ আনতে চাইছে সরকার'। অভিযোগ করলেন অধীর চৌধুরী।