scorecardresearch
 

শুরু গঙ্গাসাগর মেলা ২০২১, সাধু সন্তদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর প্রশাসনের- VIDEO

করোনা পরিস্থিতির মধ্যেই শুরু হয়েছে ২০২১ গঙ্গাসাগর মেলা। একদিকে যেমন মেলায় আগত দর্শনার্থীদের বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা, প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, তেমনি মেলা প্রাঙ্গনে যে সমস্ত সাধু সন্তরা রয়েছেন তাঁদের শরীরের দিকেও সর্বদা দৃষ্টি রেখে চলেছে দক্ষিন ২৪ পরগনা জেলা প্রশাসন। আর সেই কারণে প্রতিদিন নিয়ম করে সমস্ত নাগা সন্নাসিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া চলছে। তাঁদের প্রেসার, হৃদকম্প মাপা হচ্ছে প্রতিনিয়ত।