বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। প্রকল্প বাস্তবায়নের প্রস্ততিও শুরু হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র করেনি। বর্ষার পরে কাজ শুরু হবে। নিয়মিত তদারকি করতে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে। শীলাবতি নদীতে গার্ডওয়াল তৈরি হবে। বর্ষা শেষ হলেই সার্ভে। ৭ কোটি টাকার পাম্প বসবে।