Advertisement

Fake Call Centre: দূর্গাপুরে ঘর ভাড়া নিয়ে বেআইনি কাজ? পুলিশ হানা দিতেই সব কেচ্ছা ফাঁস

শহরের বুকে চলছে অবৈধ কল সেন্টার। আর কেউ কিচ্ছুটা জানে না। আর ওই কল সেন্টার থেকে বিদেশে ফোন করে একাধিক প্রতারণা করে যাচ্ছিল সেখানকার নাগরিকদের। কিন্তু সেই ভুয়ো কল সেন্টারের হদিস পাওয়ার পর চমকে উঠেছেন পুলিশ কর্তারা। কীভাবে প্রশাসনের নাকের ডগায় এইভাবে অবৈধ কল সেন্টার এতদিন ধরে চলছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করলো সাইবার এবং ডিডি।

Again Fake Call Center In Durgapur, Thirteen Seven Arrest

Advertisement