রাতের অন্ধকারে আসানসোলের গরাই রোডের ওপরে লাইসেন্স প্রাপ্ত বিদেশি মদের দোকানের সাটার ভেঙে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ৷ বুধবার সকালে স্থানীয়রা দোকানের সাটার ভাঙা দেখে দোকানের মালিককে খবর দেয় ৷ এরপর মালিক বীরেন্দ্র কুমার ঢাল তার ছেলে ও দোকানের কর্মচারীদের পরিস্থিতি খতিয়ে দেখতে পাঠালে জানা যায়, প্রায় দেড় লাখ নগদ অর্থ সহ প্রচুর পরিমানে দেশি ও বিদেশি মদ নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা ৷ তবে প্রাথমিক পর্যায়ে দুষ্কৃতীরা বুঝতে পারেনি দোকানের সিসিটিভিতে সব রেকর্ড হচ্ছে ৷ পরে বুঝতে পেরে সিসিটিভির রাউটার নিয়ে চলে যায় ৷ তবে দোকানের আসেপাশে খালি বিয়ারের বোতল সহ বিলাতি খালি মদের বোতলও পড়ে থাকতে দেখা যায় ৷ দোকানের মালিক বীরেন্দ্র কুমার ঢাল জানিয়েছেন, সব মিলিয়ে তিন সাড়েতিন লাখ টাকার ক্ষতি হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷