scorecardresearch
 
Advertisement

VIDEO: আগামী ৪৮ ঘন্টা কোথায় কোথায় বৃষ্টি হবে? আবহাওয়ার পূর্বাভাস

VIDEO: আগামী ৪৮ ঘন্টা কোথায় কোথায় বৃষ্টি হবে? আবহাওয়ার পূর্বাভাস

বঙ্গোপসাগরে (Bay of Bengal)ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ (Depression)। নিম্নচাপটি এই মুহূর্তে বাংলাদেশ (Bangladesh)এবং পশ্চিমবঙ্গের (West Bengal) উপকূলের উপরে অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় বিহার-ঝাড়খণ্ডের দিকে অবস্থান করবে এই নিম্নচাপ। এর ফলে আজ ও আগামীকাল কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এই নিম্নচাপের ফলে এখনও পর্যন্ত সবথেকে বেশি বৃষ্টি হয়েছে দুই মেদিনীপুরে। আজ ভারি থেকে অতি ভারি বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়াতে। কলকাতা সহ বাকি জেলাগুলোতেও দু এক জায়গায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হবে। পশ্চিমের দিকে যেসব জেলাগুলো আছে সেইসব জেলাগুলিতেও ভারি বৃষ্টির সম্ভাবনা আছে। মৎস্যজীবীদের ৩০ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানালেন আলিপুর হাওয়া অফিসের উপমহা-নির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

Advertisement