কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং, উত্তরবঙ্গের (North Bengal) এই তিন জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস (Alipore weather Office)। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও। দক্ষিণবঙ্গে (South Bengal) বাড়ছে আর্দ্রতা জনিত অস্বস্তি। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলায়। ভারী বৃষ্টি হবে পশ্চিমের বাঁকুড়া বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমানে।