Advertisement

Alipurduar: উচ্চমাধ্যমিকের ছাত্রীকে 'ভুত' ধরেছে! 'শিক্ষিত'রা নিল ওঝার কাছে, পুরো বছর নষ্ট

উচ্চমাধ্যমিকের ছাত্রীকে নাকি ভূতে ধরেছে। পরিবারের এমন অবাস্তব দাবির জেরে আর পরীক্ষা দেওয়া হলো না ওই ছাত্রীর। পরীক্ষার হল থেকে ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হলেও পরে পরিবার তাকে হাসপাতাল থেকে বন্ডে সই করিয়ে ছাড়িয়ে নিয়ে যায় ওঝার কাছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি আলিপুরদুয়ারের নর্থপয়েন্ট এলাকার। ওই ছাত্রী আলিপুরদুয়ার জংশন নির্মলা গার্লস হাই স্কুলের। তার পরীক্ষার সিট পড়েছিল আলিপুরদুয়ার জংশন শ্যামাপ্রসাদ বিদ্যামন্দিরে। স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রীর অবস্থা বেগতিক দেখে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল। অভিযোগ, হাসপাতালে গিয়ে বন্ডে সই করিয়ে পরিবার ওঝার কাছে নিয়ে যায়।

Alipurduar High Secondary Student Story

Advertisement