ব্যাঙ্ক বেসরকারিকরণ বন্ধ করতে এবার ভারতযাত্রা। এই প্রসঙ্গে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের সৌম্য দত্ত বলেন, "সাংবিধানিক মতে,গণতান্ত্রিক পদ্ধতিতে অহিংসাত্বকভাবে আমাদের এই যাত্রা শুরু। গতকাল আমরা জানতে পেরেছি এবার আসন্ন শীতকালীন অধিবেশনে সরকার যে কটি বিল আনতে চলেছে তার মধ্যে ১২নং বিলটি হচ্ছে ব্যাঙ্কিং কোম্পানিজ একুইজিশন এন্ড ট্রান্সফার অফ আন্ডারটেকিং অ্যাক্ট এবং ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট। এই দুটি অ্যাক্টের পরিবর্তন চাইছেন তাঁরা। তিনি আরও জানান, আমরা যে ভারত যাত্রা করছি তা মুম্বাই এবং কলকাতা থেকে করা হবে, এছাড়াও বিভিন্ন জায়গা থেকে করা হচ্ছে।
All india Bank officers association protest to prevent privatization of banks