Advertisement

Rahul Gandhi Car: মালদায় রাহুল গান্ধীর গাড়িতে হামলার অভিযোগ, ভাঙল কাচ

বুধবার মালদায় রাহুল গান্ধীর গাড়ি প্রবেশ করতেই হামলার অভিযোগ। ঢিলে ভাঙল গাড়ির কাচ। দেওয়ানগঞ্জের কাছে রাহুলের কালো রঙের টয়োটা ইনোভা গাড়ির পিছনের কাচ লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয় বলে অভিযোগ। এর ফলে গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। এদিন রাহুলের গাড়িতে হামলার পর ক্ষোভ উগরে দেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতির কথায়, পেছন থেকে ঢিল মেরে গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। তবে কোথা থেকে ইঁট ছোড়া হয়েছে তা তিনি জানেন না।

Advertisement
POST A COMMENT