scorecardresearch
 
Advertisement

Sabuj Sathi Cycle: নদিয়ায় সবুজ সাথীর সাইকেল বিক্রি হয়ে যাচ্ছে, অভিযোগ

Sabuj Sathi Cycle: নদিয়ায় সবুজ সাথীর সাইকেল বিক্রি হয়ে যাচ্ছে, অভিযোগ

বিশ্বে সমাদৃত রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্প। এর ফলে বাংলার বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই দূরত্ব দূরে সরিয়ে হাতের নাগালে বিদ্যালয় পেয়েছে। সম্প্রতি কিছুদিন আগে নদীয়ার ভীমপুর, হবিবপুর, রানাঘাট অঞ্চলে প্রকাশ্যে এসেছিল সাইকেল দু-চারশ টাকায় বেচে দেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা। এবার একই ঘটনা ঘটলো শান্তিপুরে। আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির শহর-১ মন্ডল সভাপতি রাজু বৈরাগী জানান, ভোটের স্বার্থে এ সরকার সকলকে খুশি রাখতে অপ্রয়োজনীয়ভাবে অঢেল সাইকেল দিয়েছে, বিতরণ অনুযায়ী তা আবার একত্রিত করতে বললে দেখা যাবে অর্ধেকের বেশি বিক্রি হয়ে গেছে। অথচ সর্বসাধারণের জন্য বহু প্রকল্প অর্থাভাবে বন্ধ রেখেছে রাজ্য সরকার। পৌর প্রধান সুব্রত ঘোষ জানান, উপযুক্ত প্রমাণ পেলে নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তবে সাধারণ মানুষকে সচেতন হতে হবে মহৎ উদ্দেশ্যের কথা মাথায় রেখে।

Allegation of selling bicycles of Sabuj Sathi in Nadia

Advertisement