রাজ্যে SIR-এর ফর্ম বিলি শুরুর পর থেকেই বিএলওদের একাংশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। অভিযোগ, ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাসস্ট্যান্ডে , ক্লাবে, তৃণমূলের দপ্তরে বসে বিএলও ফর্ম বিলি করছেন। এবিষয়ে বিএলওদের সতর্ক করে দিলেন রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা। তাঁর মতে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা কিন্তু সরকারি কর্মচারী। আমি জানি আপনাদের অনেক বাধ্যবাধ্যকতার মধ্যে দিয়ে কাজ করতে হয়। কিন্তু মনে রাখবেন, এই নিয়ে বিতর্ক তৈরি হলে বিপদে আপনারা পড়বেন। তাই আপনারা স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করুন। বিএলওদের নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশনের বলেও উল্লেখ করেন তিনি। আমরা যে বিজেপির শীর্ষ নেতার কথা বলছি তিনি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সল্টলেকে বিজেপির দলীয় দপ্তরে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেছেন তিনি।
Allegations against BLOs during sir form distribution in West Bengal