'চর্যাপদ দিয়ে যে ভাষাটার জন্ম হল, সেই ভাষার মূল্য স্বীকার করতে হবে। সেই ভাষায় নানা কাব্য, লেখা হল। রবীন্দ্রনাথ, নজরুলের বক্তব্য রাখলেন। এই গুলির মূল্য আমাদের দিতে হবে'। মন্তব্য করলেন অমর্ত্য সেন। তিনি বলেন,'যারা যে ভাষায় কথা বলে, সেই ভাষায় কথা বলার সুযোগ পাবে। এনিয়ে ঝগড়া করার প্রয়োজন হবে না'।