টেলিভিশনে অভিনেতা Amitabh Bachchan র সঞ্চালনায় বিগত বহু বছর ধরেই চলছে এক জনপ্রিয় রিয়েলিটি শো। সেখানে প্রশ্নের উত্তর দিতে হয় প্রতিযোগীদের। সেই রিয়েলিটি শো বহু প্রতিযোগীর জীবন বদলে দিয়েছে। তবে এবার সেই শো-তে যাওয়ার পর এক প্রতিযোগীর জীবনে এমন এক ঘটনা ঘটে গিয়েছে, যা জানলে আপনি চমকে উঠবেন। ওই রিয়েলিটি শোতে গিয়ে অমিতাভ বচ্চনের কাছে নিজের পরিবারের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেছিলেন Hooghly র Goghat র বেঙাই গ্রাম পঞ্চায়েতের আগাই নামক গ্রামের বাসিন্দা জয়ন্ত দুলে। সেখানে জয়ন্ত জানিয়েছিলেন, তাঁর পরিবারের কোনও বাথরুম নেই। ফলে বাড়ির পুরুষদের পাশাপাশি তাঁর মা এবং বোনকেও খোলা জায়গায় পুকুরে স্নান করতে হয়। এই কথা মনে গভীর ব্যথা দিয়েছিল অমিতাভ বচ্চনকে। জয়ন্তর এই সমস্যার কথা শুনে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন অমিতাভ বচ্চন-হ তৎকালীন সময়ে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা প্রতিটি মানুষ। জয়ন্তর সমস্যার কথা অমিতাভ বচ্চনকে এতটাই ভাবিয়ে তুলেছিল যে সেই অনুষ্ঠানের কয়েকদিন পর তিনি নিজে জয়ন্তর সঙ্গে যোগাযোগ করে জয়ন্তর বাড়িতে সম্পূর্ণ নিজের উদ্যোগে একটি সুন্দর বাথরুম তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। আর বলিউডের শাহেনশা নিজের দেওয়া সেই প্রতিশ্রুতি পূরণও করেছেন। জয়ন্তর বাড়িতে এখন ঝাঁ চকচকে বাথরুম তৈরি হয়েছে। আর সেই বাথরুমের গেটের ফলোকে লেখা রয়েছে 'গিফটেড বাই অমিতাভ বচ্চন'। অর্থাৎ অমিতাভ বচ্চন এটি উপহার দিয়েছেন।
Amitabh Bachchan gifts bathroom to reality show contestant