Advertisement

Anish Khan Murder Case Second Postmortem: আনিসের দ্বিতীয়বার ময়নাতদন্ত, কবর থেকে তোলা হল দেহ

কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো আজ অর্থাত্‍ সকাল ১০ টার পর সিট-এর হাতে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য তুলে দেওয়া হল আনিস খানের দেহ। আনিসের বাবা সালেম খান আগেই জানিয়েছিলেন, মৃতদেহ তোলার সময় তিনি উপস্থিত থাকবেন না। আনিসের দাদা সাবির খানের উপস্থিতিতে আনিসের দেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য কলকাতায় পাঠান সিট-এর সদস্যরা। গোটা প্রক্রিয়া জেলা বিচারকের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করা হয়।

Anis Khan's body was exhumed for the second time Postmortem

Advertisement