আনিস মামলায় রিপোর্ট জমা দিল সিট। বিচারপতি রাজা শেখার মান্থার ঘরে জমা পড়ল রিপোর্ট। একই সঙ্গে জেলা বিচারক নিজেও একটা রিপোর্ট দিলেন। এদিন শুনানি চলাকালীন AG বলেন, CFSL রিপোর্ট এখনও আসেনি। আরও দুই সপ্তাহ সময় লাগবে। মৃতদেহের দুটো ময়না তদন্তের রিপোর্ট আছে। বিচারপতি প্রশ্ন করেন, ১৬৪ নিতে কেন দেরি হচ্ছে? ওসিকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। রাজ্য তাঁকে ছুটিতে পাঠিয়ে দেবে অথচ গোপন জওয়ানবন্দি নেওয়া হবে না এটা হয় না।
SIT submitted a report of Anish Khan's murder case in the High Court