Advertisement

VIDEO: 'দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো,' দলের কর্মীদের সতর্ক করলেন অনুব্রত

জেলার কোনও তৃণমূল কর্মী বোমা-বন্দুক নিয়ে মস্তানি করলে তাকে 'গাড্ডা'য় ফেলে দিতে তিনি পিছপা হবেন না। দস্যি গরুর থেকে শুন্য গোয়াল ভালো। বন্দুক, বোম নিয়ে কেউ ভয় দেখাবে তা মেনে নেওয়া হবে না। দলীয় কর্মীদের বুধবার এ ভাবেই সতর্ক করে দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা তৃণমূল সভাপতির কথায়, 'দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ঢের ভালো।'

anubarata mandal warns his own party members at birbhum

Advertisement