scorecardresearch
 
Advertisement

VIDEO: 'এত ভাল প্যাকেজ কেন্দ্র কল্পনাও করতে পারে না,' দেউচা পাঁচামি নিয়ে অনুব্রত

VIDEO: 'এত ভাল প্যাকেজ কেন্দ্র কল্পনাও করতে পারে না,' দেউচা পাঁচামি নিয়ে অনুব্রত

বীরভূমের দেউচা পাঁচামিতে যে কয়লা খনি হচ্ছে তার জন্য রাজ্য সরকার ১০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করতে চলেছে। ৪৮ লক্ষ টাকা একর প্রতি দেওয়া হবে। এত ভালো প্যাকেজ কেন্দ্রীয় সরকার কখনও কল্পনাও করতে পারে না বলে দাবি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের।

anubrata mandal attacks central government on deucha pachami coal mines package

Advertisement