scorecardresearch
 
Advertisement

VIDEO: 'ও একটা ননসেন্স,' নাম না করে দিলীপকে খোঁচা অনুব্রতর

VIDEO: 'ও একটা ননসেন্স,' নাম না করে দিলীপকে খোঁচা অনুব্রতর

'দিলীপ ঘোষ একটা ননসেন্স। ও একটা ছাগল। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা সম্পর্ক থাকে। রাজ্য কেন্দ্রের কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে থাকে। নিজের পাওনা টাকা মুখ্যমন্ত্রী চাইতে গিয়েছেন। ননসেন্সটা কিছুই জানে না। প্রতিটি রাজ্য কেন্দ্রের সঙ্গে সম্পর্ক রাখে। যেমন বোলপুর পুরসভাকে টাকা দেয় রাজ্য। এই পুরসভায় যদি বিরোধী কোনও দল থাকে তাহলে সে তার টাকা চাইতে গেলে কি ভিক্ষা চাইতে যাচ্ছে। উন্নয়নের জন্য টাকা চাইতে গিয়েছে মুখ্যমন্ত্রী। ওটা এক নম্বরের পাগল তাই এই সব কথা বলছে।' বুধবার এই ভাষাতেই দিলীপকে আক্রমণ করেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

anubrata mandal tmc leader slams dilip ghosh

Advertisement