Advertisement

Anubrata Mandal at Tarapith: পুরভোটের আগে তারাপীঠে মহাযজ্ঞ, উপস্থিত অনুব্রত মণ্ডল

তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এখনই কঠোর পদক্ষেপ করতে পারবে না সিবিআই। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিকে অনুব্রত মণ্ডলকে বৃহস্পতিবার দেখা গেল তারাপীঠে। নির্বাচনের আগে ও পরে তারাপীঠে মহাযজ্ঞ করে থাকেন অনুব্রত মণ্ডল। এর আগে কংকালীতলা, নলাটেশ্বরী সতীপীঠে একইভাবে মহাযজ্ঞে আহুতি দিয়েছিলেন তৃণমূল জেলা সভাপতি। তারাপীঠ মন্দির সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে যজ্ঞ চলবে গভীর রাত পর্যন্ত। অনুব্রত বলেন, শরীর খারাপ, যজ্ঞে যতক্ষণ পারবেন থাকবেন। রাজ্যের সব পুরসভা গুলিতে তৃণমূলের জয়জয়কার হবে বলেও জানান তিনি।

Anubrata Mandal worshiped at Tarapith Templ

Advertisement