Advertisement

Anubrata Mondal: জেলমুক্তি হতেই অনুব্রতর ধর্মে আরও মন, কোপাই নদীর তীরে বেনারসের সন্ধ্যারতি

কোর কমিটির বৈঠক কবে? এর মধ্যেই কাজল শেখকে অভিযোগ করতে শোনা গিয়েছে, দীর্ঘদিন কোর কমিটির কোনও বৈঠক হয়নি। এমনকি, বিজয়া সম্মিলনীর সূচিও কোর কমিটির সম্মতি ছাড়াই হচ্ছে৷ বিতর্কের মাঝেই সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরে কোপাই নদীর তীরে সন্ধ্যারতিতে অংশ নিলেন অনুব্রত মণ্ডল৷ বললেন, পুরনো দিনের কোনও কথা বলব না। বরং দলের নেতা-বিধায়কদের নিয়ে বেনারসের গঙ্গারতির মতোই কঙ্কালীতলার আরতি উপভোগ করলেন কেষ্ট৷

Anubrata Mondal attending Aarti at Kopai river bank

Advertisement