'অনুপ্রবেশকারী ভোটব্যাঙ্ক বাঁচাতে চাইছে কংগ্রেস। দেশের নিরাপত্তা সঙ্কটে ফেলছে বিরোধীরা'। অভিযোগ করলেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। তিনি জানান, ডায়মন্ড হারবারে মোল্লাই মোল্লা ভোট। অভিষেকের কৃপায় একই ঘরে ২৮ জন ভোটার। একই ভোটার একাধিক পোলিং স্টেশনে। এছাড়া একই ঘরে রয়েছে ১১১ ভোটার আইডি।