Advertisement

VIDEO: ডিভিসি ছাড়ল ১ লক্ষ কিউসেক জল, ফের বন্যার আশঙ্কা আরামবাগে

ডিভিসি (DVC) থেকে ১ লক্ষ কিউসেক জল ছাড়ার ফলে এবং তার পাশাপাশি কয়েকদিনের ভারী বৃষ্টির জেরে ফের বন্যার (Flood) ভ্রুকুটি আরামবাগে (Arambagh)। প্রশাসনের তরফ থেকে দ্বারকেশ্বর তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের সরিয়ে দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পাশাপাশি মাইকিং করে মানুষকে সতর্ক করার কাজও শুরু হয়েছে। ইতিমধ্যেই আরামবাগ এলাকার চল্লিশটি পরিবারকে উঁচু এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Arambagh Flood DVC has released 1 lakh cusecs of water

Advertisement