Advertisement

Bengal Student Stuck in Ukraine: ইউক্রেনে আটকে রায়দিঘির অর্ঘ্য, দুশ্চিন্তায় পরিবার

দক্ষিন ২৪ পরগনার রায়দিঘির খাঁড়ি গ্রাম পঞ্চায়েতের মন্ডল পাড়ার বাসিন্দা অর্ঘ্য মাঝি ডাক্তারি পড়তে গিয়েছেন ইউক্রেনে। কিন্তু সেখানে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় যথেষ্ট চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা। বাবা শিবশঙ্কর মাঝি ও মা বিশাখা মাঝির কার্যত ঘুম উড়েছে ছেলের চিন্তায়।

Arghya majhi a medical student From Bengal Got Stuck in Ukraine Crisis

Advertisement