Advertisement

Asansol Byelection 2022: আসানসোল লোকসভার হরিশপুর গ্রামে ভোট বয়কট

আসানসোল লোকসভার রানিগঞ্জ বিধানসভার হরিশপুর গ্রামের গ্রামবাসীরা ভোট বয়কটের ডাক দিয়েছে। ২৭৮ (এসি)র বুথ নম্বর ১২৩/১২৪ এর ১২২৫ জন ভোটার দিলেন না ভোট। ২০২০ সালে পর পর ধসে গ্রামের বহু কংক্রিটের বাড়ি পড়ে গিয়েছে। তাই পুনর্বাসন না পাওয়া পর্যন্ত তারা নিজেদের দাবিতে অনড়। এর আগেও তারা বিধানসভা ভোট বয়কট করেছিলেন।

Vote boycott in Harishpur village of Asansol Lok Sabha

Advertisement