scorecardresearch
 
Advertisement

Asansol Water Crisis: আসানসোলে তীব্র গরমে শুরু জল সঙ্কট, ভোটের মুখে শুরু রাজনৈতিক তর্জা

Asansol Water Crisis: আসানসোলে তীব্র গরমে শুরু জল সঙ্কট, ভোটের মুখে শুরু রাজনৈতিক তর্জা

তীব্র দাবদাহে ফুটছে আসানসোল । তাপমাত্রা ৪০ ডিগ্রী। এই অবস্থায় আসানসোল পুর এলাকার বিভিন্ন প্রান্তে দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সংকট। কুলটি , হীরাপুর, জামুড়িয়ার বিভিন্ন এলাকায় গরম তীব্র আকার ধারণ করেছে। ভোটের মুখে এই অবস্থায় রীতিমত অস্বস্তিতে তৃনমূল পরিচালিত আসানসোল পুরসভা। আসানসোলের জলপ্রকল্পের কাজ প্রায় সম্পূর্ণ হবার মুখে। বাড়ি বাড়ি পাইপ সংযোগের কাজ সম্পন্ন না হলেও রিজার্ভারের কাজ সম্পন্ন। কিন্তু যে সমস্ত এলাকায় জল সংকট ছিল সে সমস্ত এলাকার উন্নতি হয়নি এখনও। আসানসোল লোকসভা উপনির্বাচনের মুখে পরিস্থিতি সামাল দিতে ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহের সিদ্ধান্ত নেয় পুরসভা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Water crisis begins in Asansol before election agnimitra paul reacts on it

Advertisement