হুগলির চুঁচুড়ায় বিধায়ক এবং পৌরসভার চেয়ারম্যানের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে। ওয়ার্ক কালচার ফেরাতে পুরসভায় হঠাৎ হাজির বিধায়ক। তা দেখেই রেগে গেলেন চেয়ারম্যান। বললেন ওনার এক্তিয়ারে মধ্যে নাকি এটা পড়ে না। পৌরসভার সামনে প্রায় হাতাহাতি এবং বাকবিতন্ডায় জড়িয়ে পড়লেন চেয়ারম্যান অমিত রায় এবং বিধায়ক ঘনিষ্ঠ সিআইসি জয়দেব অধিকারী। ওয়ার্ক কালচার নেই বলে ছয় কোটি টাকা কর আদায় বাকি পুরসভার।