Advertisement

BJP: 'চ্যালেঞ্জ গ্রহণ করলাম', Basirhat র Hingalganj এ দাঁড়িয়ে সোজা হুঙ্কার Suvendu Adhikari র

আগামী বছর রাজ্যে Assembly Elections। তার আগে কার্যত ইতিমধ্যেই জোরকদমে ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী সবপক্ষই। এবার North 24 Pargana র Basirhat র Hingalganj এ দাঁড়িয়ে কার্যত হুঙ্কার দিতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা Suvendu Adhikari কে। তিনি বলেলন, আমি Mamata Banarjee কে হারানো লোক। আমি CPM এর ছোট মুখ্যমন্ত্রী লক্ষ্মণ শেঠকে হারানো লোক। আমি যেমন Sheikh Shahjahan র চ্যালেঞ্জ নিয়ে সন্দেশখালি থেকে ফাঁকা করে দিয়েছি। আমাকে যে মাঠে সভা করতে দিলেন না, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, হিঙ্গলগঞ্জ তফসিলি সংরক্ষিত আসন। মোদিজি যাঁকে দাঁড় করাবেন, তিনি পদ্মফুলে দাঁড়াবেন। নির্বাচনের দায়িত্বটা আমি নিলাম। শুনুন কী বললেন শুভেন্দু অধিকারী।

Assembly elections preparations intensify in Basirhat Hingalganj

Advertisement