প্রধানমন্ত্রী বাঙালিদের উপর ভরসা করছেন না। দিল্লি থেকে ফিরেই তোপ দাগলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তিনি আরও বলেন, মানুষের জন্য মমতা দিদির (Mamata Banerjee)নেতৃত্বে কাজ করতে পারলে ভালোই হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রসঙ্গ টেনে বাবুল খোঁচা দিয়ে বলেন, প্রধানমন্ত্রী বাঙালিদের উপর ভরসা করছেন না। ৭ বছরে বাংলা থেকে কাউকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হয়নি। শুধু আমার কথা বলছি না, আলুওয়ালিয়া অনেক সিনিয়র মানুষ। তাঁকে ইন্ডিপেনডেন্ট চার্জ দেওয়া হয়নি। কোথাও একটা অসামঞ্জস্য আছে। পদত্যাগের বিষয়ে বাবুল সুপ্রিয় জানান, লোক সভার স্পিকারের কাছে সময় ছেয়েছেন নিজের পদত্যাগ পত্র দেবার জন্যে কিন্তু এখনও সময় পাননি। ভবানীপুরের নির্বাচন (BhabanipurElection 2021) নিয়ে বাবুল বলেন, ভবানীপুরে উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত। ভবানীপুরে কাউকে প্রচার করতে লাগবে না।
Babul Supriyo slams PM Narendra Modi after returning from Delhi