Advertisement

'তুমি মমতা দেখাচ্ছো আমাকে! আমার অফিস নাকতলায় চলে,' Partha Chatterjee নিয়ে আরও কী বলেছিলেন Baisakhi? VIDEO

অর্পিতা মুখোপাধ্যায় বান্ধবী প্রশ্নে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক তুলেছেন পার্থ চট্টোপাধ্যায়। বৈশাখী বন্দ্যোপাধ্যায় bangla.aajtak.in কে ইতিমধ্যেই এই বিষয়ে বলেছেন, 'উনি জেল থেকে বেরিয়ে পুরুষ হয়েছেন। আগে তো অর্পিতাকে ভাগ্নি বলে পরিচয় দিতেন।' এর আগেও bangla.aajtak.in-এর বিশেষ সাক্ষাত্‍কার 'ব্যক্তিগত'তে দাবি করেছিলেন, কীভাবে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষকদের  হেনস্থা করতেন মন্ত্রী থাকাকালীন। এমনকী পার্থ চট্টোপাধ্যায় নাকি বলতেন, 'আমার অফিস চলে নাকতলা থেকে। হরিশ চ্যাটার্জি লেন থেকে চলে না।' অর্থাত্‍ মমতা বন্দ্যোপাধ্যায়কে উপেক্ষা করার অভিযোগ।

Advertisement
POST A COMMENT