scorecardresearch
 
Advertisement

VIDEO: কালীপুজো ও ভাইফোঁটার আগে সুখবর! ফের কলকাতায় আসছে বাংলাদেশি ইলিশ

VIDEO: কালীপুজো ও ভাইফোঁটার আগে সুখবর! ফের কলকাতায় আসছে বাংলাদেশি ইলিশ

গত ৪ থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সরকার পদ্মা নদীতে ইলিশ মাছ ধরা এবং বিক্রি করার ওপর নিষেধাজ্ঞা জারি করায় কলকাতার বাজারে মাছ আমদানি পুরোপুরি বন্ধ ছিল। যদিও বাংলাদেশ সরকারের আগের নির্দেশমতো ৩৫০০ মেট্রিক টন মাছ রপ্তানি বাকি ছিল। এই পরিস্থিতিতে দু'দেশের মাছ ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারের কাছে আলাদাভাবে আবেদন করেন। গত ২৪শে সেপ্টেম্বর ফিশ ইমপোর্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদ বাংলাদেশ সরকারের কাছে বাকি মাছ পাঠানোর জন্য অনুরোধ জানান। এই পরিস্থিতিতে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় গতকাল এক নির্দেশ জারি করে। সেই নির্দেশ অনুযায়ী আগামী ৫ই নভেম্বর পর্যন্ত বাকি ইলিশ মাছ এদেশে রপ্তানি করতে পারবে বাংলাদেশের এক্সপোর্টাররা। আগামীকাল থেকেই ফের হাওড়ায় ঢুকবে পদ্মার রুপালি শস্য। হাওড়া হোলসেল ফিস মার্কেটের মাছ ব্যবসায়ীরা জানাচ্ছেন ইলিশের সাইজ অনুযায়ী দাম উঠতে পারে। লসামনেই ভাইফোঁটা। ভাইকে জিভে জল আনা ইলিশের পাতুরি, দই ইলিশ, ভাপা ইলিশ, ভাজা ইলিশ, সরষে ইলিশ, ইলিশের টক সহ একাধিক পদ খাওয়াতে পারবেন দিদি অথবা বোনেরা।

Bangladeshi hilsa is coming to Kolkata again

Advertisement