বয়স ৯৬ তো কি হয়েছে গড় গড় করে পড়ে চলেছেন গীতা, নেতাজিকে চাক্ষুষ করার কথাও শোনালেন। বাঁকুড়ার ছাতনা ব্লকের বাসন্তী গুপ্ত। তাঁকে সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। পরমাণু বোমার শক্তি দেখে গীতার শ্লোক মনে পড়ে গিয়েছিল বিখ্যাত বিজ্ঞানী অপেনহাইমারের। জুলিয়াস রবার্ট অপেনহাইমারের মতই পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষ গীতা পাঠ করে থাকেন। তাদেরই একজন বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের বাসিন্দা ৯৬ বছরের বাসন্তী গুপ্ত। বয়সের ছাপ স্পষ্ট। স্বাভাবিকভাবেই চলা ফেরা করতে অসুবিধা হয়, তবুও তিনি যতটা পারেন নিজেই হাঁটা চলা করেন। ইচ্ছে হলে বই পড়েন। তবে সেটা যেকোনও বই নয়, ভগবত গীতা এবং কিছু বাছাই করা বই পড়তে ভালোবাসেন তিনি। কাঁপা কাঁপা গলায় বাসন্তী গুপ্ত জানালেন গীতা আসলে কি। জানালেন নেতাজী সুভাষচন্দ্র বসুকে চাক্ষুষ দেখার ঘটনা।
Bankura Old Lady Inspiring Story