'ওয়াকফ সম্পত্তি কারওর বাপের সম্পত্তি নয়। এটা একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তি দিকে তাকালে চোখ উপড়ে নেবেন। হাত ভেঙে দেবেন'। উস্কানিমূলক ভাষণ দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল নেতা বাপি হালদারের।