scorecardresearch
 
Advertisement

Baul Subirer Mela: সংক্রান্তির আগেই মকরের মেজাজ, বাউলের সুরে মাতোয়ারা বাগনান

Baul Subirer Mela: সংক্রান্তির আগেই মকরের মেজাজ, বাউলের সুরে মাতোয়ারা বাগনান

সামনেই মকর সংক্রান্তি, অজয়ের তীরে বাউলের সুরে মেতে উঠবে, জয়দেব কেন্দুলি মেলা। তবে তার আগেই কার্যত মকরের মেজাজ দেখা গেল হাওড়ার বাগনানে। সৌজন্যে বাউল সুবীরের মেলা। আরও একটু খোলসা করে বললে যা দাঁড়ায় তা হল, ঝুমুরিয়া তথা বাউল শিল্পী সুবীর সিনহার উদ্যোগে দামোদরের তীরে আয়োজিত দু'দিনের এক মেলা। স্থানীয় একদল সহস্কৃতিমনস্ক মানুষের সহযোগিতায় এভাবেই ৭ বছর ধরে মেলার আয়োজন হয়ে চলছে। মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা গেল প্রবল উৎসাহ উদ্দীপনা।

Baul Subirer Mela

Advertisement