বাংলাদেশে হিন্দু নিপীড়নের ঘটনা নিয়ে ফের মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দিঘায় জগন্নাথ মন্দির পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, 'এটা ভারত সরকারের দেখার কথা। আমরা চাই, তারা আমাদের সংখ্যালঘুদের রক্ষা করুক।' পাশাপাশি, মমতা দাবি করেন, 'কিছু ফেক ভিডিয়ো চলছে।কেউ কেউ মিসলিড করে এটাকে সাম্প্রদায়িক দাঙ্গার পর্যায়ে নিয়ে যাচ্ছেন। এখানকার ইমামরা একসঙ্গে বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে, তার নিন্দা করি। আমরাও সকলে সকলের নিরাপত্তার দাবি জানাচ্ছি।'