Advertisement

Bengal Heavy Rain Updates: জলের তলায় অজয় সেতু, দুই জেলার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন

টানা বৃষ্টিতে জল জমে অচলাবস্থা রাজ্যের বিভিন্ন জায়গায়। কোথাও কোথাও তৈরি হয়েছে বন্যা পরিস্থিতিও। সকাল থেকেই দুর্গাপুর ও বর্ধমানের একাধিক এলাকা জলমগ্ন। তারপর এদিন বিকেলে অজয় ও টুমনি নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায়, জলের তলায় চলে গেল অজয় সেতু এবং কাঁকসার শিবপুরের ভাসাপুল। যে কারণে এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমের যোগাযোগ। পাশাপাশি দুই নদীর জল আরও বাড়লে পুরো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement
POST A COMMENT