scorecardresearch
 
Advertisement

Bengal Global Business Summit 2022: বিশ্ববাংলা কনভেনশন কেন্দ্রে শুরু ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন

Bengal Global Business Summit 2022: বিশ্ববাংলা কনভেনশন কেন্দ্রে শুরু ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন

বিশ্ববাংলা কনভেনশন কেন্দ্রে শুরু ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। তৃতীয়বার ক্ষমতায় ফিরে শিল্পের উপর আমাদের বিশেষ নজর দিতে হবে বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত দু'বছর করোনার কারণে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন করা সম্ভব হয়নি। তাই এবারের এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্মেলনে উপস্থিত রয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। এ ছাড়া হীরানন্দানি, জিন্দল, চ্যাটার্জি গোষ্ঠীর কর্ণধারেরা রয়েছেন। উইপ্রো কর্ণধার আজিম প্রেমজিও রয়েছেন । বিদেশের প্রতিনিধিদলের মধ্যে আমেরিকা, দক্ষিণ কোরিয়া,কেনিয়া, চিন, বাংলাদেশ, ইংল্যান্ড, জাপান-সহ ১৪টি দেশের প্রতিনিধিদল এসেছে সম্মেলনে।

Bengal Global Business Summit 2022 inauguration

Advertisement