আলুথালু বেশ, ময়লা পোশাক, উদভ্রান্তের মতো পূর্ব বর্ধমানের রাস্তায় ঘুরছিলেন এক তরুণী। এদিকে গড়গড়িয়ে ইংরেজিতে নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন। সোমবার সকালে বর্ধমান-আরামবাগ সাত নম্বর রাজ্য সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। বৃষ্টি শুরু হওয়ায়, ঢুকে পড়েন খণ্ডঘোষ ব্লকের আমিলা বাজারের বিশ্রামাগারে। এলাকায় অচেনা মুখ দেখে স্থানীয়রা তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। বুঝতে পারেন, মানসিক ভারসাম্যহীন। পরে জানা যায়, তিনি বাংলা টেলিভিশনের পরিচিত মুখ, অভিনেত্রী সৌমি ধর চৌধুরী।