'মতুয়ারা সকলেই নাগরিক। তাই সিএএ ও এনআরসি চালু হলে আন্দোলন শুরু হবে,'হুঁশিয়ারি দিলেন বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। মঙ্গলবার বনগাঁ মহকুমা মতুয়া মহাসম্মেলনের আয়োজন করা হয়েছিল বনগাঁ কর্ম তীর্থ ময়দানে। সেখানে যোগদান করে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর এই মন্ত্যব্য করেন। এই বক্তব্যের পাল্টা বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন 'এনআরসির দাবিটা মতুয়া মহাসঙ্ঘের। উনি তৃণমূলে আছেন বলে বিরোধিতা করছেন।'
Bengal's former TMC MP Mamata Bala Thakur warns that "All the people from Matua community are Indian citizen, so if CAA and NRC can be implemented, we will start our agitation