ঘরবাড়ি পরিজন ছেড়ে সীমান্তে পাহাড়ায় আছে বিএসএফ জওয়ানরা। উৎসব পালন করে সারা দেশ। আর দেশকে সুরক্ষা দিতে সীমান্তে তখন প্রহরায় থাকে জওয়ানরা। নিজেদের সমস্ত আনন্দকে ত্যাগ করে ঘর থেকে বহুদূরে। সেনা জওয়ানদের ভাইফোঁটার উৎসবে সামিল করতে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজন করা হয় একটি অনুষ্ঠানের। ভাইরা যখন ফোঁটা নিতে যেতে পারবে না। তখন বোনেরাই এল ভাইয়ের ফোঁটা দিতে। মালদার পেট্রোলগড় ক্যাম্পে বিএসএফ জওয়ানদের ফোঁটা দিতে এল এলাকার বোনেরা। ভাইরাও খুব খুশি হঠাৎ করে পেয়ে যাওয়া এমন আয়োজনে।
Bhai Phota 2022-BSF