Advertisement

Bhuban Badyakar: লাখ লাখ টাকা খরচে বড় বাড়ি বানাচ্ছেন কাঁচা বাদামের ভুবন

ছোটো থেকে মাটির বাড়িতেই মানুষ। পাকা বাড়ি বানানোর সামর্থ্য ছিল না গায়ক ভুবন বাদ্যকরের। কাঁচা বাদাম খ্যাত সেই ভুবন বাদ্যকর এবার পাকা বাড়ি বানাচ্ছেন। বললেন, 'পাকা বাড়ি বানানোর সাধ তো অনেক দিনের। হয়ে ওঠেনি। এবার ভগবান মুখ তুলে তাকিয়েছেন।' কত টাকা খরচ, কেমন বাড়ি বানাচ্ছেন? স্থানীয় বাসিন্দারা বলছেন ভুবন যে বাড়ি বানাচ্ছেন তা কার্যত প্রাসাদ। বেশ বড় এলাকাজুড়ে বাড়িটি তৈরি হচ্ছে। হতে পারে তা একতলা। তবে বারান্দায় করা হচ্ছে কারুকার্য। মেঝেতে বসানো হচ্ছে মার্বেলও।

Bhuvan Badyakar kancha badam singer makes new home birbhum

Advertisement