Advertisement

Bidhan Nagar police Has Recovered an Unidentified Body: ইকোপার্ক এলাকায় অজ্ঞাত পরিচয় দেহ উদ্ধার, খুন?

অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বন্দের মোড় থেকে ঘূণি যাওয়ার পথে নির্জন জায়গায় মৃতদেহটি পাওয়া যায়। খবর পেয়ে ইকোপার্ক থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। অনুমান, রাতের অন্ধকারে কেউ ফেলে দিয়ে গেছে। সূত্রের খবর, হাতে দড়ি দিয়ে বাঁধার দাগ রয়েছে। হাতে সোনার আংটি ও ঘড়ি ছিল ওই ব্যক্তির। ঘটনার তদন্তে ইকোপার্ক থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে ওই ব্যক্তিকে।

Bidhan Nagar police Has Recovered an Unidentified Body

Advertisement